header banner

Donald Trump : আরও এক চুক্তি হতে চলেছে ভারতের সঙ্গে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে ভারত-মার্কিন সম্পর্ক কিছুটা অম্ল-মধুর। সেই পরিস্থিতিতেই এই দুই দেশের মধ্যে হতে চলেছে নতুন বাণিজ্য চুক্তি। কয়েক সপ্তাহ আগেই দুই দেশের প্রতিনিধি দল মুখোমুখি হয়েছিল। চারদিন ধরে রুদ্ধদ্বার বৈঠকে চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছে। তারপরেই বড় পদক্ষেপ করতে চলেছেন ট্রাম্প? (Donald Trump)

{link}

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ‘বিগ বিউটিফুল ইভেন্টে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভারতের জন্য দারুণ এক চুক্তি রয়েছে। তিনি বলেন, “সকলে চুক্তি করতে চাইছে, চুক্তির অংশ হতে চাইছে।" তিনি আরও বলেন, "মনে আছে, কয়েক মাস আগে সাংবাদিকরা আমায় প্রশ্ন করেছিলেন যে কেউ চুক্তিতে আগ্রহী কি না? গতকালই আমরা চিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি।

{link}

আমাদের কাছে বেশ কিছু দারুণ চুক্তি রয়েছে। আরও একটা চুক্তি হতে চলেছে, হয়তো ভারতের সঙ্গে। বিরাট বড় চুক্তি এটা।” ট্রাম্প এও জানিয়ে দেন যে আপাতত আমেরিকা অন্য কোনও দেশের সঙ্গে চুক্তি করবে না। তিনি বলেন, “আমরা সবার সঙ্গে চুক্তি করব না। কিছু দেশকে আমরা শুধু চিঠি পাঠিয়ে ধন্যবাদ জানাব।"

{ads}

 

News Breaking News Donald Trump সংবাদ

Last Updated :